×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৮, সময় - ১০:২২:১৬বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার এক সপ্তাহ পর বাবাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মৃত্যুবরণকারী শিশু আছিয়ার বড় বোনকেও নিরাপত্তা দিতে বলেছে আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
বরগুনার হিন্দু পরিবারের সপ্তম শ্রেণির কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন মুখে কাপড় গুঁজে কিশোরীকে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করা হয়।
