আগামী বছরের ৪-২৮ ফেব্রুয়ারি প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। ১০ দলের আসন্ন আসরে একই গ্রুপে পড়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
কনমেবল আয়োজিত ড্র অনুযায়ী, গ্রুপ ‘বি’-তে ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি রয়েছে পেরু, ইকুয়েডর ও বলিভিয়া। আর গ্রুপ ‘এ’-তে থাকবে স্বাগতিক প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি ও উরুগুয়ে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রথম পর্ব থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি দল চূড়ান্ত পর্বে উঠবে। এরপর ফাইনাল রাউন্ডের সেরা চার দল ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের মেয়েদের সাফল্য অসাধারণ। এখন পর্যন্ত রেকর্ড ১০ বারের শিরোপা জয়ী দল তারা। সর্বশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা।
এদিকে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ কামিলা অরল্যান্ডো গেল নভেম্বরে অংশগ্রহণকারী দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলান। আর্জেন্টিনার ইজেইজা শহরে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করার পর প্যারাগুয়েকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিলকে।
এর আগে, অক্টোবরে গয়ানিয়ায় মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। তবে আরেকটি প্রীতি ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয় সেলেসাওরা।
এ জাতীয় আরো খবর..