×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০২-২৪, সময় - ১৭:৪২:১৪

ভাষার মাসে ‘বাংলা হোক সর্বময়’ এই স্লোগান নিয়ে আরএফএল ‘৬৮’র বাংলা’ নামে একটি আহ্বান জানায়। টানা ৬৮ সেকেন্ড কেউ পরিপূর্ণ বাংলায় কথা বলতে পারে কিনা মূলত, সেটাই তাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল।

অংশগ্রহণকারীদেরকে ন্যূনতম ৬৮ সেকেন্ডের ভিডিও পাঠাতে বলা হয়েছিল। ভাষা আন্দোলনের ৬৮ বছরকে স্মরণ করে ৬৮ সেকেন্ডকে প্রতীকি অর্থে ব্যবহার করা হয়েছে।

এই প্রতিযোগিতা পুরো দেশব্যাপী বিপুল সাড়া ফেলেছে। সবার পাঠানো ভিডিওগুলো থেকে সঠিক বিজয়ী বের করতে গঠন করা হয়েছে ৪ সদস্যের একটি দল। যার একজন হিসেবে থাকছেন তরুণ কথা সাহিত্যিক, নাট্যকার ও দৈনিক ইত্তেফাক কর্মী সাইফুল ইসলাম জুয়েল।

জুয়েল মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, ‘বাংলা আমাদের প্রাণের ভাষা। হৃদয়ের বন্ধন। তবে, নানা কারণে বাংলায় আজ অন্য ভাষার অহেতুক সংমিশ্রণ। এই উদ্যোগকে স্বাগত জানাই। এমন একটি আয়োজনে বিচারকদের একজন হতে পেরে আমি গর্বিত। আমরা ৬৮’র বাংলা আহ্বানের সেরা ১০জন বিজয়ীকে নিখুঁতভাবে বাছাইয়ের চেষ্টা করব। অংশগ্রহণকারী সকলের জন্য শুভকামনা থাকল।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...