×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৬, সময় - ১১:১০:১৯

ছিনতাইকারীরা ফের দুর্ধর্ষ হয়ে উঠেছে রাজধানীতে। প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। আড়াই মাসে ৫৪ ছিনতাই মামলার বেশিরভাগের চিত্রই এক।

১৭ ডিসেম্বর ভোর ৪টা ৩২ মিনিটি। রাজধানীর কলাবাগানের লেকসার্কস ডলফিন গলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এক দম্পতি। মোটরসাইকেলে এসে বড় চাপাতি বের করে মহিলার কাঁধে থাকা ব্যাগের বেল্ট কেটে ছিনিয়ে নেয় সেটি। চাপাতির ভয় দেখিয়ে নিয়ে নেয় সঙ্গে থাকা সব কিছুই। ছেলেটির ফোন ছিনিয়ে নিতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ছিনতাইকারীরা।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...