×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৮, সময় - ১৩:১৮:৪০
জীবন মানেই উত্থান-পতনের ভরা পথ, মাঝেমধ্যে হাসি আবার কখনও অবশ্যম্ভাবী কান্না- এমন বাস্তব উপলব্ধি ব্যক্ত করেছেন বলিউড তারকা করিনা কাপুর।
 
একটি লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, ‘মন ভেঙে যাওয়ার মুহূর্ত যেমন আসবে, তেমনই অকারণেও কখনো হাসবেন। এটাই জীবন। তাই মন শক্ত রাখতে শিখুন এবং নিজের ওপর থেকে বিশ্বাস কখনো হারাবেন না।’
 
তরুণ প্রজন্মের হতাশা ও অনিশ্চিত ভবিষ্যতের সময় এ বার্তাটি অত্যন্ত প্রাসঙ্গিক। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার বক্তব্য, যা নেটিজেনদের মধ্যেও তৈরি করছে আলোচনার ঝড়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...