×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০২-১৩, সময় - ০৬:০৯:২০

করোনাকালে ক্ষতি মোকাবিলায় ফুলচাষি ও উদ্যোক্তাদের ঋণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল। এখন বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে- এটি খুব আনন্দের। দেশে এই ফুল বাজারজাত করতে হবে এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

উদ্যোক্তাদের সরকার কী সহযোগিতা দেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪% সুদে কৃষিঋণ দিচ্ছে। এছাড়া কিছু চিহ্নিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি ফুলচাষি, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...