ছোটপর্দার নায়িকারা এবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে। স্বস্তিকা দত্ত এই ধারাবাহিক কালের প্রথম অ্যাকশন দৃশ্যে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে অভিনয়রত স্বস্তিকা প্রথমবার হাতে হাত তুলে দুষ্কৃতীদের মোকাবিলা করেছেন।
স্নেহাশিস জানান, শুটিং-তে বিদ্যা বিয়েবাড়ি যাওয়ার পথে হঠাৎ হামলার শিকার হন। স্বস্তিকা মুখ বুজে সহ্য না করে যা হাতের কাছে পেয়েছেন সেটাই দিয়ে দুষ্কৃতীদের মোকাবিলা করেছেন।
স্বস্তিকা বলেন, “মারপিট করতে পারি না, তাই বারবার চড় মেরে অভিনয় করেছি। ফাইট সিকোয়েন্সে কাজ করতে গিয়ে আমি নিজেও উত্তেজিত ছিলাম। সবই সম্ভব হয়েছে স্নেহাশিসদার দিকনির্দেশনায়।”
ফাইট মাস্টার কৃষ্ণেন্দু ঘোষের দেখানো পথ অনুসরণ করে নায়িকা দৃশ্যটির চড়াই-বাঁধাই অতিক্রম করেছেন। দর্শকরা ছোটপর্দার নায়িকাদের শুধু চোখের জলে নয়, বরং তাদের প্রতিবাদী এবং সাহসী চরিত্রে মুগ্ধ হচ্ছেন। ‘জগদ্ধাত্রী’-এর অঙ্কিতা মল্লিক বা ‘তটিনী’-এর তৃণা সাহা যেমন দুষ্কৃতীদমন করেছেন, স্বস্তিকাও সেই ধারায় অভিনয় করেছেন।
স্নেহাশিস আরও বলেন, “দর্শকরা নায়িকাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পছন্দ করেন। আমাদেরও সময়ের সঙ্গে এগিয়ে চলতে হয়। নায়িকারা যদি এমন দৃশ্যে অভিনয় করে, দর্শক খুশি হন। কোন নায়িকা অকারণে কাউকে আঘাত করছেন না। সিকোয়েন্স মাস্টার এবং ফাইট মাস্টারের নির্দেশে অভিনয় হয়, তাই নায়িকাদের আলাদা ডায়েট বা শরীরচর্চা করতে হয় না।”
ছোটপর্দায় অ্যাকশন দৃশ্যে নায়িকাদের এই নতুন ধারা দর্শকদের মনোযোগ ধরে রাখতে এক নতুন মাত্রা যোগ করেছে।
এ জাতীয় আরো খবর..