শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২ | ৭ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৯:২২:৩২ |
কখনো বিলাসবহুল বাড়ি-গাড়ির মালিক, আবার কখনো ১৬০ জন দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ানো। 'বিগ বস ১৯’-এ একের পর এক বড় বড় দাবি করে ট্রোলের শিকার হয়েছিলেন তানিয়া মিত্তল। রিয়ালিটি শো শেষ হলেও ইদানীং তিনি প্রায়ই উঠে আসেন বিনোদনের শিরোনামে। আর এবার কোনো টাস্ক বা বিতর্কের জন্য নয়, নিজের কনডম তৈরির ফ্যাক্টরির ভেতরের দৃশ্য দেখিয়ে সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন এই তানিয়া।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে তানিয়া দেখিয়েছেন, তার মালিকানাধীন কনডম ফ্যাক্টরিতে ঠিক কিভাবে কাজ হয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা।


‘বিগ বস’ চলাকালীনই তানিয়া মিত্তল জানিয়েছিলেন যে তিনি একজন ব্যবসায়ী এবং একাধিক সংস্থার সঙ্গে যুক্ত। তবে অনেকেই তাঁর কথা বিশ্বাস করেননি, কেউ কেউ তাঁকে নিয়ে ট্রোলও করেছিলেন।

সেই সব প্রশ্নের জবাব দিতেই তানিয়া সরাসরি নিজের ফ্যাক্টরির ভেতরের ছবি সবার সামনে তুলে ধরেন।

ভিডিওতে দেখা যায়, বিশাল একটি কারখানার ভেতরে আধুনিক মেশিনের সাহায্যে কনডম তৈরি হচ্ছে। কোথাও কাঁচামাল প্রক্রিয়াকরণ, কোথাও স্বয়ংক্রিয় যন্ত্রে উৎপাদন, আবার কোথাও প্যাকেজিংয়ের কাজ চলছে। তানিয়া নিজে ফ্যাক্টরির বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং বোঝান কিভাবে প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরীক্ষা করা হয়।



তিনি জানান, কনডম এমন একটি পণ্য, যা সরাসরি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই এখানে কোনো রকম আপসের জায়গা নেই। প্রতিটি কনডম একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যায় অর্থাৎ লিক টেস্ট, গুণমান যাচাই করা হয় বিশেষ ল্যাবে। সব ঠিক থাকলেই বাজারে পাঠানো হয় পণ্য। ভিডিওতে তানিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্যাক্টরির কর্মীদেরও।

তাঁরা জানান, নিয়ম মেনেই কাজ হয় এবং সময়মতো বেতন পান। কর্মীরা তানিয়াকে সম্মান দিয়ে ‘বস’ বা ‘দিদি’ বলে ডাকেন। এতে স্পষ্ট হয়, তানিয়া শুধুই নামের মালিক নন, বাস্তবে ফ্যাক্টরির সঙ্গে যুক্ত।

তানিয়ার কথায়, ‘আমাদের সমাজে কনডম বা যৌন স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে এখনো অস্বস্তি কাজ করে। অথচ এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ও দায়িত্বশীল শিল্প। এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল মানুষকে সত্যিটা দেখানো এবং ভুল ধারণা ভাঙা।’

ভিডিও প্রকাশের পর কেউ তানিয়ার সাহসের প্রশংসা করছেন, কেউ আবার অবাক হয়েছেন তাঁর ব্যাবসায়িক প্রতিপত্তি দেখে। আবার রিয়ালিটি শোয়ের মঞ্চ ছাড়িয়ে তানিয়া এবার নিজেকে আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী উদ্যোক্তা হিসেবে তুলে ধরলেন বলেও মত নেটিজেনদের একাংশের।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...