শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২ | ৭ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৯:১৯:৩৪ |
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে পর্দায় আসছেন তিনি। এই সিনেমায় দর্শকদের সামনে অপু হাজির হচ্ছেন একেবারেই নতুন রূপে ও ভিন্ন গেটআপে। নিজের এই প্রত্যাবর্তন নিয়ে আত্মবিশ্বাসী নায়িকা জানালেন, সিনেমায় তাকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’।

শুটিং আপডেট ও গল্প ইতোমধ্যেই সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে। অপু বিশ্বাস জানান, এখন পর্যন্ত তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও শিগগিরই শেষ হবে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, “এই সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।”

দেরিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে। তাই দেরিতে হলেও ভালো একটি কাজ দিয়ে ফিরতে পেরে দারুণ ভালো লাগছে।” তিনি আরও বলেন, “সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। সিনেমার কারণেই আজ আমি অপু বিশ্বাস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই।”

সজলের সঙ্গে প্রথম জুটি ও উচ্ছ্বাস ‘দুর্বার’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলকে। এই নতুন জুটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু। সহশিল্পীর প্রশংসায় তিনি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও অভিহিত করেন।

অপু বলেন, “সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তার অভিনয়ে আমি মুগ্ধ। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।”

নির্মাতার প্রতি আস্থা পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ— দুদিকেই যথেষ্ট যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।”

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...