শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২ | ৭ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৮:২৪:৩৪ |
অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন ক্যানসার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার কোষকে লক্ষ্য করে এবং স্বাভাবিক কোষকে কোনো ক্ষতি না করে ধ্বংস করতে সক্ষম।

গবেষকরা বলছেন, ‘ন্যানো ডট’ নামে সুক্ষ্ম ধাতব কণাগুলো মানুষের দেহে ক্যান্সার কোষ সনাক্ত ও ধ্বংস করতে পারে। এই পদ্ধতি লক্ষ্যভিত্তিক ক্যান্সার থেরাপিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। 

আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ডা. বাওওয়ে ঝেং বলেন, ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের তুলনায় বেশি চাপের মধ্যে থাকে। এই ধাতব কণাগুলো সেই চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে ক্যান্সার কোষ নিজেই ধ্বংসের প্রক্রিয়া শুরু করে।   

গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি শুধুমাত্র ল্যাব-এ গৃহীত কোষের ওপর পরীক্ষা করা হয়েছে; এখনো প্রাণী বা মানুষের ওপর পরীক্ষার ধাপ শুরু হয়নি। তবুও, ফলাফলগুলো ক্যানসার কোষের নির্দিষ্ট দুর্বলতা লক্ষ্য করে একটি কার্যকর চিকিৎসা কৌশল হতে পারে বলে আশাব্যঞ্জক।

সূত্র: সামা টিভি

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...