শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২ | ৭ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৬:২১:৫৮ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারেক রহমান আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এর মাধ্যমে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এদিন তার সঙ্গে থাকা কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন।


এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শেষে তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত যেকোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার এখতিয়ার কমিশনের রয়েছে। অতীতেও বিশেষ ব্যবস্থায় ভোটার হওয়ার নজির রয়েছে। ২০০১ সালে শেখ রেহানা এবং সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান ও নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ ধরনের বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...