ঘন কুয়াশার মধ্যে মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় জড়িত উভয় নৌযানের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, এমভি জাকির সম্রাট-৩ ও এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় দুটি নৌযানেরই রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে মেরিন কোর্টে মামলা দায়ের করা হবে।
দুর্ঘটনার পর ঘাতক হিসেবে চিহ্নিত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে ঝালকাঠি ঘাট থেকে আটক করেছে নৌ-পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চটির চারজন স্টাফকেও আটক করা হয়েছে। এ ছাড়া এমভি জাকির সম্রাট-৩ লঞ্চকে সদরঘাট থেকে আটক করেছে নৌ-পুলিশ। নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুটি লঞ্চই পরিদর্শন করছেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর চাঁদপুরের হাইমচরের হামিদচর এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
এ জাতীয় আরো খবর..