বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২ | ৫ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৭:৩১:০০ |
সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। মিষ্টি হাসি আর অভিনয়ের মতোই তার ফ্যাশন সেন্স দর্শকদের মন জয় করেছে। সাধারণত ছিমছাম সাজেই দেখা যায় তাকে, তবে সম্প্রতি শেয়ার করা লুকের ছবিগুলোতে যেন ফুটে উঠেছে এক নতুন আভা।

সাদিয়া সম্প্রতি গ্ল্যামারাস শাড়ি লুকে ধরা দিয়েছেন। টিল রঙের শাড়িতে তিনি এক নরম, রাজকীয় আবেশে উপস্থিত হয়েছেন। প্রথম দর্শনেই চোখে পড়ে তার রুচিশীল ও পরিমিত স্টাইলিংয়ের নিখুঁত উদাহরণ।

অরগাঞ্জা ফেব্রিকের শাড়ির পাড়জুড়ে ভারি কাজ নজর কাড়ছে, আর জমিনজুড়ে আছে সিলভার থ্রেড ও সিকুইনের সূক্ষ্ম ফুলেল এমব্রয়ডারি। ভারী প্লিট বা অতিরিক্ত ভলিউম না রেখে হালকা ঢঙে শাড়ি পরায় সাদিয়ার গড়ন আরও গ্রেসফুল দেখাচ্ছে। এই শাড়ির সঙ্গে জুটি হয়েছে ন্যুড টোনের জমকালো স্টেটমেন্ট ব্লাউজ। ব্লাউজের সঙ্গে শাড়ির কনট্রাস্ট মিলেছে নিখুঁতভাবে। ব্লাউজে একই রঙের এমব্রয়ডারি ও সিকুইন ব্যবহার করা হয়েছে। ডিপ নেকলাইন ও হাফ স্লিভ ডিজাইন দিয়েছেন ফেমিনিন টাচ।

সব মিলিয়ে, সাদিয়া আয়মানের এই লুকটি এ সময়ের বিয়ের দাওয়াত কিংবা পার্টির জন্য একদম পারফেক্ট।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...