বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২ | ৫ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৭:২৫:৩৯ |
২০২৫ সালের বিদায়লগ্ন এখন। ক’দিন পরই শুরু হবে ইংরেজি নববর্ষ ২০২৬ সাল। নতুন বছরে পদার্পণের আগে চলতি বছরের পুরোনো কিছু বিষয় ঘুরে-ফিরে বারবার সামনে উঠে আসছে। উল্লেখযোগ্য হচ্ছে ঢাকাই শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের ইস্যু। বছরজুড়ে যেমন ক্যারিয়ার নিয়ে চর্চায় থেকেছেন শিল্পীরা, একইসঙ্গে কারও কারও ব্যক্তিজীবনও ছিল শিরোনামে।

বছরের শুরুর দিকেই যেমন বিয়ের খবর এসেছে, একইভাবে বিচ্ছেদের খবরও সামনে এসেছে। যা নিয়ে সবসময়ই আগ্রহ থাকে তারকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তাহলে নতুন বছর শুরুর আগে চলতি বছর হওয়া শোবিজ তারকাদের বিয়ে-বিচ্ছেদ বিষয়গুলো একনজরে দেখে নেয়া যাক― 

➤ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান :
বছরের শুরুতেই বিয়ের খবর দেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পর রোজা আহমেদের সঙ্গে পরিচয় ও সম্পর্ক নিয়ে অকপটে কথা বলেন। গায়ক জানান―রোজার সঙ্গে চার মাসের পরিচয় তার। প্রথমে দু’জনই একে অপরকে তাদের পছন্দের কথা জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।


এটি রোজার প্রথম বিয়ে হলেও তারকা তাহসান খানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।



➤ সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী :
গত ১২ জানুয়ারি খবর আসে, যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ে হয়েছে সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শীর। তখন জানা যায়, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন তারা। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। গত বছর নিলয়ের পরিবার দেশে আসলে তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি লাভ করেন পড়শী। গানের জগতে ১৭ বছর পার করেছেন। এরইমধ্যে অভিষেক করেছেন ছোটপর্দায়। কয়েকটি নাটকে দেখা গেছে তাকে।



➤ মডেল শাম্মী ইসলাম নীলা :
এ বছরের ১৩ জানুয়ারি বিয়ের খবর জানান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত পরিচিত মুখ শাম্মী ইসলাম নীলা। সেদিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এটা সহজ ছিল না। তবে সহজ করেছি আমরা এবং বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি।’ কিন্তু স্বামীর পরিচয় জানাননি এ মডেল।

প্রসঙ্গত, নীলা ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট লাভ করেন। বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।



➤ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও  প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব :
গত ২৪ ফেব্রুয়ারি একগুচ্ছ ছবি প্রকাশ করে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের খবর জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গুঞ্জন ছিল, দীর্ঘদিন প্রেমের পর বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তখন জানা যায়, ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) আক্‌দ সম্পন্ন হয় তাদের।

২০১২ সালের ৯ এপ্রিল নির্মাতা রাজীবের সঙ্গে প্রথম দেখা হয় অভিনেত্রী মেহজাবীনের। এ ব্যাপারে তিনি বলেন, ১৩ বছর পর, আজ আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, প্রতিটি আনন্দ উদযাপন করেছি, প্রতিটি বাধা জয় করেছি। আর সে কারণেই, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন টিকিয়ে সে আনন্দকে দ্বিগুণ করে ফেলেছি! ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, আমরা আমাদের বন্ধনকে চিরদিনের জন্য অঙ্গীকারবদ্ধ করলাম। 



➤ মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন :
গত ২৪ ফেব্রুয়ারি মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন জানান, আগের দিন (২৩ ফেব্রুয়ারি) হঠাৎ করেই বিয়ে হয়েছে তার। স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন। এ মডেল জানান, তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ হয় শাকিলা পারভীনের। পরের বছর ছোটপর্দায় অভিষেক হয়। এরপর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেন। যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।



➤ ইউটিউবার ও অভিনেতা শামীম হাসান সরকার :
বিয়ের গুঞ্জন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ খ্যাত ইউটিউবার ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। এ পরিস্থিতিতে গত ৪ এপ্রিল বিয়ে করেছেন বলে জানান তিনি। তার স্ত্রী আফসানা আক্তার প্রীতি একজন শিক্ষার্থী। রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের।



➤ কনটেন্ট ক্রিয়েটর রাবা খান :
গত ৪ এপ্রিল বিয়ে করেছেন বলে জানান আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ রাবা খান।  সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিনকে বিয়ে করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করে রাবা খান লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ সঙ্গে যুক্ত করেন বিয়ের তারিখ— ৪ এপ্রিল, ২০২৫।

রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। আর আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। 

➤ কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম :
তরুণ প্রজন্মের আলোচিত কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম একজন সাইফুদ্দিন সিয়াম। গত ৫ এপ্রিল সন্ধ্যায় বিয়ে করেছেন বলে জানান তিনি। তখন স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবীকে বিয়ে করে ফেললাম।’ এর কয়েকদিন পর ৯ এপ্রিল দিবাগত রাত ১টা ২৬ মিনিটে এক বিবৃতিতে সিয়াম জানান, ‘ভাই দেখেন, আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না। এমনকি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাইনি। স্কুলে থাকতে এই মেয়েটির পছন্দ ছিল অন্য ছেলে, ওই লিস্টে তখন আমি ছিলাম না। কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াতাম, একটু পাত্তা পাওয়ার জন্য। কিন্তু তবুও লাভ হয়ে উঠেনি।...’



➤ অভিনেতা জামিল ও অভিনেত্রী মুন :
গত ৬ এপ্রিল বিয়েবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দীর্ঘদিন চুপিসারে প্রেমের পর বিয়ে করেন তারা। রাজধানীর উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

প্রসঙ্গত, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এ অংশগ্রহণের মাধ্যমে খ্যাতি লাভ করেন জামিল হোসেন। এরপর ছোটপর্দা নাটকে অভিষেক হয়। অন্যদিকে, মুন ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনে মডেল হিসেবে। তারপর টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন তিনি।



➤ সংগীতশিল্পী নোবেল :
গত ১৯ জুন কারাগারে বিয়ে করেন ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ থেকে ওঠে আসা বিতর্কিত সংগীতশিল্পী নোবেল। নিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা ইডেন মহিলা কলেজের ছাত্রীর সঙ্গে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিয়ে হয় তার। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এটি নোবেলের প্রথম বিয়ে নয়। এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি। এরপর ২০২১ সালের ৬ অক্টোবর বিকেল ৪টার দিকে জানা যায়, নোবেলকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন সালসাবিল। তখন জানা যায়, ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন সালসাবিল। এর পরের মাসেই বিতর্কিত গায়ক জানান, বিচ্ছেদ নয়, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে।



➤ অভিনেত্রী শবনম ফারিয়া :
গত ১৯ সেপ্টেম্বর ফের বিয়েবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামীর নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন।



➤ ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি :
স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই ফের বিয়েবন্ধনে জড়ানোর খবর আসে আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির। এটি তার তৃতীয় বিয়ে। স্বামীর নাম মো. সিদ্দিক। গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তাদের বিয়ে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তখন বিয়ে নিয়ে তনি কিছু না বললেও ১৪ অক্টোবর তার স্বামী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে সমালোচনাকারীদের জবাব দেন।

এর আগে গত ১৫ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইনের মৃত্যু হয়। এরও আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে বিচ্ছেদের পথে হাঁটেন তনি। তারপর ভালোবেসে বিয়ে করেছিলেন শাহাদাৎকে।  



➤ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান :
গত ৯ নভেম্বর বিয়ে করেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান। তার স্বামীর নাম রাকিবুল হাসান, বাড়ি নারায়ণগঞ্জ। তিনি পেশায় একজন ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার)। পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। ওই সময় এ অভিনেত্রী বলেন, রাকিবের সঙ্গে খুব বেশি দিনের পরিচয় নয়। অল্প দিনের পরিচয়ে তাকে জানার জন্য চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি―সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন এবং ভবিষ্যতে আমাকে কতটা আগলে রাখতে পারবে। এ সবই বিবেচনা করে তবেই বিয়ে করেছি তাকে।


➤ সংগীতশিল্পী পূজা :
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা গত ২৪ নভেম্বর ফের বিয়ে করেছেন। পাত্রের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। তখন গায়িকা জানান, গত এক বছর ধরে তাদের মধ্যকার পরিচয় ও বন্ধুত্ব। তারপর দুই পরিবারকে বিষয়টি জানানো হলে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।

এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূজা। কিন্তু চার বছর পর ২০২১ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় তাদের।

✪ আরও পড়ুন: মা-বাবার সঙ্গে ঈদ করার আনন্দ ভীষণ মিস করি : গায়িকা ন্যান্সি



আলোচনা ও চর্চা থেকে বাদ যায়নি বিচ্ছেদের খবর :
➤ সংগীতশিল্পী হৃদয় খান :
এ বছরের ১৯ ফেব্রুয়ারি হঠাৎ করেই খবর আসে, হুমায়রার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের। সে সময় সূত্রের বরাত জানা যায়, অনেক আগেই হুমায়রা ও হৃদয়ের বিচ্ছেদ হয়েছে। হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা। তখন এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি গায়ক।

এটি ছিল হৃদয়ের তৃতীয় বিয়ে। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রার সঙ্গে বিয়ে হয়েছিল তার। এর আগে ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালের প্রথম দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন। সেই সংসার ছয় মাসের মাথায় ভেঙে যায়। এর কয়েক বছর পর ২০১৪ সালের ১ আগস্ট নিজের থেকে বয়সে বড় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেন। যা পরের বছরের ৬ এপ্রিল বিচ্ছেদে গড়ায়।



➤ সংবাদপাঠিকা মোমো ও অভিনেতা অপু :
প্রায় ৬ বছর আগে বিচ্ছেদ হয়েছে সংবাদপাঠিকা মমরেনাজ মোমো ও ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা রাশেদ মামুন অপুর। দীর্ঘদিন আগে তাদের বিচ্ছেদ হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ খবর। গত ১৪ ডিসেম্বর ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সংবাদপাঠিকা মোমো লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার জন্য দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দু’জন মিলে নিয়েছিলাম।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...