বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২ | ৫ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৬:৩৯:১৮ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন মঞ্চে আমি দাঁড়িয়ে, কিন্তু মন পড়ে আছে হাসপাতালে মায়ের কাছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যের এক অংশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এতদিন আমার সঙ্গে কী হয়েছে আপনারা সবাই জানেন। তিনি (খালেদা জিয়া) দেশকে ভালোবেসেছেন, তার সঙ্গে কী হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি চাইব, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ উনাকে তৌফিক দেন এবং উনি দ্রুত সুস্থ হতে পারেন।

তিনি বলেন, সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমাদেরকে আজ নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষই হই, যে শ্রেণির মানুষই হই, যে রাজনৈতিক দলেরই সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই— যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে।

তারেক রহমান আরও বলেন, যেকোনো মূল্যে যেকোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু, নারী কিংবা পুরুষ— যেকোনো বয়স, শ্রেণি, পেশা বা ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে; এটিই হোক আমাদের আজকের চাওয়া। আসুন সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...