বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২ | ৫ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৬:৩৩:০৩ |
আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো এখন শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত। নিজেদের প্রস্তুত করছে ঢাকা ক্যাপিটালসও। স্থানীয় ক্রিকেটারদের প্রধান্য দিয়ে গড়া স্কোয়াডে দেশি ক্রিকেটারদের ওপরই আস্থা রাখতে চান ঢাকার প্রধান কোচ।

দলটির মিডল অর্ডারের বড় ভরসার নাম নাসির হোসেস ও সাব্বির রহমানরা। ঢাকার প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড এবার জানালেন, সাব্বির-নাসিরসহ মিডল অর্ডারের ব্যাটারদের কাছে তিনি চান হার্ড-হিটিং।

আজ বৃৃহস্পতিবার সিলেটে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন টবি। তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে শুরু থেকেই বুঝেশুনে খেলতে হয়। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার সুযোগ থাকে।'


'ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকাকালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচের কথা মনে পড়ছে, ভালো একটি জয়ের দেখা পেয়েছিলাম। মিডল অর্ডারে রাসেল-স্যামিরা অনেক মারকুটে ব্যাটিং করেছে। বাউন্ডারি কতগুলো হাঁকানো হচ্ছে তা-ই পার্থক্য গড়ে দিবে। বোলারদেরও উইকেট এনে দিতে হবে। সব মিলে আমাদের দলে ভারসাম্য আছে ভালোই।'-যোগ করেন তিনি।

অতীতে বাংলাদেশ এইচপি দল নিয়ে কাজ করলেও টবি এবারই প্রথম কাজ করবেন বিপিএলে, 'সেভাবে কাজ হয়নি, তবে অনেকের সাথে আমার পরিচয় আছে। বোর্ডে আমি আসার আগেই অনেকে ভালো খেলে গেছে। যখন এসেছিলাম তখন কোভিড ছিল। আশা করি দ্রুত আমরা প্রস্তুতি নিয়ে নিব।'

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...