বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২ | ৫ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৬:২৪:০৪ |
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ ও সিএসএফ সদস্যদের কঠোর নিরাপত্তা প্রটোকলে তাদের গুলশানের ওই বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় কন্যা জাইমা রহমান হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।


গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। ডা. জুবাইদা ও জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বাড়িটির আশপাশে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।


এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে শুভেচ্ছা জানান। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ এবং ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফুট সড়কে নির্ধারিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...