×


  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ১৯:৩৮:২৯ |
শীত মানেই শুধু গরম কাপড় নয়, বরং স্টাইল স্টেটমেন্টেরও এক বিশেষ সময়। ঠান্ডা আবহাওয়ায় যেই একটি অ্যাকসেসরিজ সবচেয়ে দ্রুত একটি লুককে বদলে দিতে পারে, তা হলো টুপি। একসময় কেবল প্রয়োজনীয় পোশাক হিসেবেই দেখা হলেও, এখন শীতের টুপি ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ। ভোগের সাম্প্রতিক ফিচারে উঠে এসেছে এ মৌসুমের সবচেয়ে ট্রেন্ডি শীতের টুপি যেগুলো যেমন উষ্ণ রাখে, তেমনি পুরো আউটফিটে যোগ করে শিক ও এলিগ্যান্স। 

শীতের ফ্যাশনে টুপির প্রত্যাবর্তন

এ মৌসুমে ডিজাইনাররা টুপিকে নতুনভাবে উপস্থাপন করছেন। কাইত, লোরো পিয়ানা ও আলতুজারার মতো ব্র্যান্ডগুলো রানওয়েতে তুলে ধরেছে নিউজবয় ক্যাপ, পিলবক্স হ্যাট, স্কালক্যাপসহ নানা ক্লাসিক ও আধুনিক ডিজাইন। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, একটি সঠিক টুপি মুহূর্তেই সাধারণ কোটকেও করে তুলতে পারে স্টাইলিশ।

এ মৌসুমের ট্রেন্ডিং শীতের টুপি

নিউজবয় ক্যাপ
ঐতিহ্যবাহী ডিজাইনের নিউজবয় ক্যাপ এ মৌসুমে আবারও আলোচনায়। উল, কর্ডুরয় কিংবা টুইড কাপড়ে তৈরি এই টুপি আধুনিক পোশাকে যোগ করে ক্লাসিক ছোঁয়া।

বেরেট 
ফরাসি স্টাইলের প্রতীক বেরেট কখনোই ফ্যাশন থেকে হারিয়ে যায় না। জিনস হোক বা ড্রেস সবকিছুর সঙ্গেই মানানসই। পরিপাটি কোট বা স্কার্ফের সঙ্গে বেরেট দিলে লুক আরও পরিশীলিত হয়ে ওঠে।

বিনি
শীতের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী বিনি। ক্যাশমিয়ার বা রিবড বিনি মানিয়ে যায় পিকোট, পাফার কিংবা শিয়ারলিং জ্যাকেটের সঙ্গে। উজ্জ্বল রঙের বিনি শীতের একঘেয়েমিতে এনে দেয় প্রাণবন্ত ছোঁয়া।

বালাক্লাভা 
অসহনীয় ঠান্ডার দিনে বালাক্লাভার জুড়ি নেই। মাথা থেকে গলা পর্যন্ত ঢেকে রাখে বলে এটি সবচেয়ে ব্যবহারিক টুপি। উল বা ক্যাশমিয়ারের বালাক্লাভা এখন ফ্যাশনেও বেশ জনপ্রিয়।



পিলবক্স হ্যাট 
সবচেয়ে এলিগ্যান্ট অপশনগুলোর একটি পিলবক্স হ্যাট। জ্যাকি কেনেডির ক্লাসিক স্টাইল থেকে অনুপ্রাণিত এই টুপি উৎসব, পার্টি কিংবা ফরমাল অনুষ্ঠানের জন্য আদর্শ।

সফট টাচ টুপি
ফক্স ফার বা শিয়ারলিংয়ের টুপি শুধু উষ্ণই নয়, বরং লুকে যোগ করে বাড়তি ডাইমেনশন। সাদামাটা পোশাকেও এসব টুপি এনে দেয় আলাদা স্টাইল স্টেটমেন্ট।


বাকেট হ্যাট 
বাকেট হ্যাট আর শুধু গ্রীষ্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। উল বা নিট ফেব্রিকে তৈরি বাকেট হ্যাট শীতেও বেশ মানানসই। স্কার্ফের সঙ্গে পরলে লুক হয় আরও স্টাইলিশ।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...