×


  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ১৮:৪৯:২১ |
গাড়ির নামকরণ ও বিশেষ সংস্করণে নতুনত্বের জন্য জিপ ব্র্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের   র‌্যাংলারে মডেলে যুক্ত হচ্ছে বিশেষ সংস্করণ ‘হোয়াইটক্যাপ প্যাকেজ’। পুরোনো দিনের ক্লাসিক জিপের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে এই নতুন সংস্করণটি বাজারে আনছে এর মূল প্রতিষ্ঠান স্টেলান্টিস।

হোয়াইটক্যাপ প্যাকেজের প্রধান আকর্ষণ এর সাদা রঙের ব্যবহার। এতে রয়েছে উজ্জ্বল সাদা রঙের হার্ডটপ। যারা ওয়ান-টাচ পাওয়ার টপ পছন্দ করেন, তাদের জন্যও এটি সাদা রঙে মিলবে। আভিজাত্য বাড়াতে জিপের চিরচেনা ‘সেভেন-স্লট’ গ্রিলেও দেওয়া হয়েছে সাদা রঙের প্রলেপ।

গাড়ির দুই পাশে লম্বালম্বি সাদা স্ট্রাইপ (রেখা) টানা হয়েছে। জিপের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এই রেখার মাঝে খোদাই করে লেখা রয়েছে ‘১৯৪১’, যা ব্র্যান্ডটির জন্ম সালকে নির্দেশ করে। এ ছাড়া রুবিকন মডেলের বনেটের ওপর থাকছে একটি বাড়তি সাদা স্টিকার।

মূলত বাহ্যিক সৌন্দর্যের কথা মাথায় রেখে এই প্যাকেজটি সাজানো হয়েছে। ডিজাইনারদের মতে, জিপের গাঢ় বডি কালার জুস অরেঞ্জ বা রেইন পার্পলের সঙ্গে এই সাদা ছাদ ও গ্রিলের সমন্বয় বেশ আকর্ষণীয় হবে।

যুক্তরাষ্ট্রের বাজারে ‘সাহারা’ ও ‘রুবিকন’ মডেলের সঙ্গে এই প্যাকেজ যুক্ত করতে ক্রেতাকে যথাক্রমে ২ হাজার ৬৯০ ডলার ও ৩ হাজার ১৮৫ ডলার অতিরিক্ত গুনতে হবে। তবে কানাডার বাজারের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করা হয়নি।

স্টেলান্টিস গ্রুপের অন্যতম জনপ্রিয় মডেল  র‌্যাংলার। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত কানাডায় প্রায় ১০ হাজার ইউনিট র‌্যাংলার বিক্রি হয়েছে। তবে সামগ্রিকভাবে জিপ ব্র্যান্ডের বিক্রি প্রায় ১৫ শতাংশ কমেছে। বর্তমানে স্টেলান্টিসের মোট বিক্রির ৩৭.১ শতাংশ দখল করে আছে র‌্যাংলার ট্রাক। এর পরে ১১.৪ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিপ র‍্যাংলার।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...