×


  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ১৮:০৩:৪২ |
বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্তে উঁকি দেওয়া কিংবা গোপনে ভিডিও করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন নয়। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লির একটি রেস্তোরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় তার একটি ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শেঠিয়া নামে এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।’ ভিডিওটির সঙ্গে জুড়ে দেওয়া হয় জ্যাকুলিনের জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’। বিষয়টি নজরে আসতেই মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী নিজেই। হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘হ্যাঁ, এটা আমিই। জ্যাকুলিন বিষয়টি হালকাভাবে নিলেও অনুরাগী ও নেটপাড়ার একাংশ মোটেই তা ভালোভাবে নেয়নি। ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক।

কেউ কেউ মন্তব্য করেছেন, দূর থেকে বিরক্ত না করে ভিডিও করা হলেও সেটি অনুমতি ছাড়া হলে অনুচিত। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন তারকা ভদ্রতা বজায় রাখছেন বলেই কি তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করা যায়? নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের মতে, এ ধরনের ঘটনা তারকাদের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি বিপজ্জনকও হতে পারে। এর আগেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখকন্যা সুহানা খান, কারিনা কাপুর-সইফ আলি খান থেকে শুরু করে রণবীর কাপুরসহ একাধিক তারকা।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...