×

সর্বশেষ :
বিধ্বংসী ব্যাটিংয়ে ৮৪ বলে ১৯০ রান, ১৪ বছর বয়সী বৈভবের বিশ্বরেকর্ড মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়ল বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল কানাডা রামপুরায় হত্যাযজ্ঞ : বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ এনরিকের সামনে পিএসজির ‘আজীবন চুক্তি’, ফুটবল ইতিহাসে এমন প্রস্তাব পায়নি কেউ ২৪ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত আল-নাসর, স্বস্তিতে রোনালদো প্রশ্নপত্রে ‘মুসলিমদের ওপর নিপীড়ন’ নিয়ে প্রশ্ন, ভারতে অধ্যাপক বরখাস্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় ১০.৫ ডিগ্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২৪, সময় - ০৬:০৩:৪৫
সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড়ে বড় স্বস্তির খবর পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর। ফিফা আল-নাসরের ওপর আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে, ক্লাবটি সব আর্থিক ও নিয়মগত শর্ত পূরণ করায় মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। গোলডটকম

ডিসেম্বরের ১৯ তারিখে ফিফা নিষিদ্ধ ক্লাবগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছিল, যেখানে আল-নাসরের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই সেই তালিকা থেকে নিজেদের নাম সরাতে সক্ষম হয় রিয়াদের ক্লাবটি। ফলে আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা থাকছে না।


কেন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল?
ফিফা আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি। তবে সৌদি সংবাদমাধ্যম আল রিয়াধিয়া জানিয়েছে, ২০২৩ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তেকে দলে নেয়ার চুক্তির একটি কিস্তির অর্থ সময়মতো পরিশোধ না করায় এই শাস্তি দেয়া হয়।

১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে বড় মাইলফলকের সামনে কোহলি
আফগানিস্তানের তরুণ তুর্কিকে দলে ভেড়াল নোয়াখালী এক্সপ্রেস 
খবরে বলা হয়, ইংলিশ ক্লাবটির পাওনা ছিল ৯০ লাখ ইউরো, যা নির্ধারিত সময়ে পরিশোধ না করায় ফিফা আল-নাসরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আল-নাসর। সে সময় লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ানোর চুক্তির পারফরম্যান্স-ভিত্তিক বোনাস পরিশোধ না করার অভিযোগ উঠেছিল। পরে বকেয়া পরিশোধের পর সেই নিষেধাজ্ঞাও উঠে যায়।

রোনালদোর জন্য বড় সুযোগ
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শিরোপা প্রত্যাশী রোনালদোর জন্য এটি বড় স্বস্তির খবর। চলতি ২০২৫–২৬ মৌসুমে আল-নাসর দুর্দান্ত ছন্দে রয়েছে। লিগে ৯ ম্যাচে শতভাগ জয় নিয়ে ২৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল করেছেন রোনালদো। লিগে ১০ গোল করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, তার চেয়ে এক গোল বেশি করেছেন সতীর্থ জোয়াও ফেলিক্স। টানা দুই মৌসুম সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জেতা এই তারকা এখন ক্লাব ও ক্যারিয়ারের ট্রফি বাড়ানোর দিকেই মনোযোগী।

সামনে কী?
এদিকে আল-নাসর আজ রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে ইরাকের আল-জাওরা এসসির মুখোমুখি হবে। এই ম্যাচে বিশ্রামে থাকবেন রোনালদো। ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল-ওখদুদের বিপক্ষে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

জানুয়ারিতে নতুন করে খেলোয়াড় দলে নেয়ার সুযোগ তৈরি হওয়ায় আল-নাসরের শিরোপা স্বপ্ন আরও বাস্তব রূপ পেতে পারে—যেখানে নেতৃত্বে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদোই।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...