×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২৩, সময় - ১১:২৩:২০
নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর উত্থান–পতনে ভরা যাত্রায় আরও একটি নতুন মোড় এলো নেইমারের জীবনে। সোমবার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিল তারকা ফরোয়ার্ড।  সান্তোস জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে, তবে আগামী মৌসুমের শুরুতে তার মাঠে ফেরা এবং জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার। 

চোটজর্জর এক বছর কাটানোর পর ২০২৫ মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেনিস্কাসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৩৩ বছর বয়সী নেইমার। গত কয়েক সপ্তাহে তীব্র ব্যথা নিয়েই খেলেছেন তিনি। গুরুত্বপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন নেইমার।  ২০২৬ সাল তুলনামূলক ভালো ফিটনেস নিয়ে শুরু করার লক্ষ্যেই অস্ত্রোপচার করিয়েছেন তিনি।


সান্তোসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘নেইমার সোমবার (২২ ডিসেম্বর) সকালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। মিডিয়াল মেনিস্কাসের সমস্যার চিকিৎসায় আর্থ্রোস্কপি করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং খেলোয়াড় ভালো আছেন।’


যদিও অস্ত্রোপচারটি তুলনামূলকভাবে ছোট পরিসরের, তবু সান্তোসের প্রাক-মৌসুমের বড় অংশে নেইমারের অনুপস্থিতি প্রায় নিশ্চিত। জানুয়ারির শুরুতে খেলোয়াড়দের অনুশীলনে ফেরার কথা। এই সময়টাতে মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিল তারকাকে।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের সম্পূর্ণ ফিটনেস ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফর্মে থাকতে হবে। সে কারণে নেইমারের বিশ্বকাপ স্বপ্ন এখনও নিশ্চিত নয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...