সৌদি আরবে তুষারপাতের ফলে তাবুক অঞ্চল ও ট্রোজেনা পর্বতের বিভিন্ন অংশের এলাকাগুলো রূপ নিয়েছে এক অনন্য শীতকালীন বিনোদনকেন্দ্রে। বিরল এই দৃশ্য উপভোগ করতে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে স্কিইং, খেলাধুলা এবং বরফে মোড়া প্রকৃতির ছবি ও ভিডিও ধারণে মেতে উঠছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গালফ নিউজের খবরে বলা হয়, ট্রোজেনা হাইল্যান্ডস পুরোপুরি সাদা চাদরে ঢাকা পড়ে উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়গুলোকে এক অপূর্ব শীতের প্রাকৃতিক দৃশ্যে পরিণত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, পাথুরে ঢালে ঢালে বরফ জমে সৃষ্টি করেছে এক ভিন্ন সৌন্দর্যের।
বিরল তুষারপাত দেখতে ভিড়
তাবুক অঞ্চলের পাহাড়েও বরফের সাদা আস্তরণ দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সৌদি আরবের চিরচেনা মরু জলবায়ুর সঙ্গে উচ্চভূমির এই শীতল আবহাওয়া তৈরি করেছে এক তীব্র বৈপরীত্য, যা নতুনভাবে তুলে ধরেছে দেশটির বৈচিত্র্যময় ও নাটকীয় ভূপ্রকৃতিকে।
পর্বতের চূড়ায় অবস্থিত পিকনিক এলাকায় দর্শনার্থীদের ভিড় জমতে দেখা গেছে। তারা ছবি তুলছেন, বরফ উপভোগ করছেন এবং বিরল এই আবহাওয়ার আনন্দে মেতে উঠছেন। বরফে ঢাকা পাহাড়ে ঘুরে বেড়ানো মানুষের উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘন মেঘে আচ্ছন্ন বরফ ঢাকা মরুভূমিতে একদল উট দাঁড়িয়ে আছে—যা সৌদি আরবের জন্য একেবারেই ব্যতিক্রমী ও চোখ ধাঁধানো দৃশ্য।
Snow fall in Saudi Arabia!!
Saudi Arabia is known for its scorching heat and expansive deserts.
Northern Saudi Arabia saw snowfall that dramatically transformed the landscape of the Tabuk Province mountains.
Trojena, a high-altitude area on Jebel Al-Lawz, located at 2,600 meters… pic.twitter.com/FRxcGgyiVv
— SK Chakraborty (@sanjoychakra) December 22, 2025
ট্রোজেনা পর্বত: এক অনন্য শীতকালীন গন্তব্য
নিওম প্রকল্পের অংশ ট্রোজেনা পর্বত সৌদি আরবের অন্যতম উচ্চ শৃঙ্গসমূহের আবাসস্থল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৬০০ মিটার উঁচু। আকাবা উপসাগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা শীতের স্বাদ নিতে আগ্রহী বাসিন্দা ও পর্যটকদের জন্য সহজলভ্য এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে।
আজও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলে। পাশাপাশি রিয়াদ, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, আল-জাওফ ও তাবুক অঞ্চলে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
লোহিত সাগরের পূর্বাভাস
লোহিত সাগরের উত্তর ও মধ্যাঞ্চলে উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ৩২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দক্ষিণাঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা বাব আল-মান্দাব এলাকায় বেড়ে ঘণ্টায় ৫০ কিলোমিটার ছুঁতে পারে। ঢেউয়ের উচ্চতা উত্তর ও মধ্যাঞ্চলে ০.৫ থেকে ১ মিটার এবং দক্ষিণে ১ থেকে ২ মিটার, বাব আল-মান্দাব এলাকায় ২ মিটারের বেশি হতে পারে।
আরব উপসাগরের উত্তরাঞ্চলে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে এবং মধ্য ও দক্ষিণাঞ্চলে উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢেউয়ের উচ্চতা ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকা ও কুয়াশা, ভারী বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার ঝুঁকিপূর্ণ অঞ্চলে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
দেশজুড়ে উচ্ছ্বাস
সৌদি আরবজুড়ে এই শীতপ্রবাহ ও তুষারপাত ব্যাপক উত্তেজনা ও বিস্ময়ের সৃষ্টি করেছে। নিজেদের শহর ও পাহাড় বরফে ঢাকা অবস্থার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন বাসিন্দারা। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই স্কিইং, আনন্দ-উল্লাস ও বিরল এই শীতকালীন দৃশ্য উপভোগ করে সৌদি আরবের সাম্প্রতিক সময়ের অন্যতম দুর্লভ শীতের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলছেন।
এ জাতীয় আরো খবর..