শেষের পথে আরেকটি বছর—২০২৫। এই বছরে নানা ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। গত ১২ মাসে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতাতেই মোট ১৮টি শিরোপা নির্ধারিত হয়েছে, যা মাঠের ভেতরে ও বাইরে অসংখ্য নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি। নারী ফুটবলেও দেখা গেছে অভূতপূর্ব অগ্রগতি। ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ ফিরে দেখা যাক বিশ্ব ফুটবল এই বছরে কেমন ছিল।
পর্তুগালের আন্তর্জাতিক সাফল্যের বছর
২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলে আলোচনায় ছিল পর্তুগাল। স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগ জেতে তারা। ফাইনালে গোল করে ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ইউরো ও অনূর্ধ্ব-১৯ ফুটসাল ইউরো; দুটিতেই চ্যাম্পিয়ন হয় দেশটি।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির স্বপ্নপূরণ, টটেনহ্যামের ইতিহাস
ক্লাব ফুটবলে ২০২৫ ছিল বহু প্রতীক্ষার অবসানের বছর। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে। ফাইনালে তারা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। আগস্টে উয়েফা সুপার কাপও জেতে ফরাসি ক্লাবটি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০২৫ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন ওসমান দেম্বেলে। নারীদের বিভাগে সেরা নির্বাচিত হন আইনামা বোনমাতি।
এদিকে, মে মাসে ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ৪১ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটায় টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে, কনফারেন্স লিগ জিতে ইতিহাস গড়ে চেলসি। প্রথম ক্লাব হিসেবে উয়েফার সব পুরুষ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতে দলটি।
নারী ফুটবলে নতুন উচ্চতা
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘উয়েফা উইমেনস ইউরো’ নারী ফুটবলের জন্য নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। জুলাই মাসজুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ম্যাচ দেখতে মাঠে হাজির হন রেকর্ড ৬ লাখ ৫৭ হাজার ২৯১ দর্শক। ৩১ ম্যাচের মধ্যে ২৯টিই ছিল হাউসফুল, আর টিকিটের ৩৫ শতাংশই বিক্রি হয় আন্তর্জাতিক দর্শকদের কাছে। বিশ্বজুড়ে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে টুর্নামেন্টটি উপভোগ করেন ৫০ কোটির বেশি মানুষ।
মাঠের খেলাও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগের যেকোনো উইমেনস ইউরোর চেয়ে বেশি গোল হয় এই আসরে, আর সাতটি নকআউট ম্যাচের মধ্যে পাঁচটিই গড়ায় অতিরিক্ত সময়ে। বাসেলে ইংল্যান্ড-স্পেন ফাইনাল ছিল চরম নাটকীয়। পিছিয়ে পড়েও টাইব্রেকারে জিতে শিরোপা ধরে রাখে ইংল্যান্ড। এর মাধ্যমে কোচ সারিনা উইগম্যান টানা তিনবার উইমেনস ইউরো জেতা প্রথম কোচ হিসেবে ইতিহাস গড়েন। ফাইনালে হারলেও, ডিসেম্বরে জার্মানিকে হারিয়ে উইমেনস নেশনস লিগ ধরে রেখে কিছুটা সান্ত্বনা পায় স্পেন।
যুব ফুটবলে রেকর্ড ও নতুন দেশের উত্থান
যুব ফুটবলেও ২০২৫ ছিল উল্লেখযোগ্য। বার্সেলোনা রেকর্ড তৃতীয়বারের মতো উয়েফা ইয়ুথ লিগ জেতে। ত্রাবজোনস্পোর প্রথম তুর্কি ক্লাব হিসেবে ইয়ুথ লিগের ফাইনালে উঠে চমক সৃষ্টি করে। এছাড়া হামরুন স্পার্টানস মাল্টার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ইউরোপীয় গ্রুপ পর্বে জায়গা করে নেয়।
নারী চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের চমক
উয়েফা উইমেনস চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিসবনে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জেতে আর্সেনাল। এটি ছিল ক্লাবটির দ্বিতীয় ইউরোপীয় শিরোপা এবং বার্সেলোনার টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের ইতি।
২০২৫ সালের উয়েফা শিরোপাসমূহ (সংক্ষেপে)
চ্যাম্পিয়নস লিগ: পিএসজি
ইউরোপা লিগ: টটেনহ্যাম
কনফারেনস লিগ: চেলসি
উইমেনস ইউরো: ইংল্যান্ড
নেশনস লিগ: পর্তুগাল
উইমেনস চ্যাম্পিয়নস লিগ: আর্সেনাল
উয়েফা সুপার কাপ: পিএসজি
ইউথ লিগ: বার্সেলোনা
ফুটসাল চ্যাম্পিয়নস লিগ: পালমা
এ জাতীয় আরো খবর..