আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে ভারতের বিপক্ষে জয় তুলে ২০২৫ সালের এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জিতেছে পাকিস্তান। ঐতিহাসিকে এই সাফল্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেককে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।
পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানায়, নকভি প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ২২ লক্ষ টাকা) করে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাদের প্রশংসা করেন।
সূত্র আরও জানায়, উদীয়মান এই ক্রিকেটারদের ‘সব ধরনের যত্ন’ নেয়ার আশ্বাস দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। খেলোয়াড়দের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব বিষয়েই বোর্ড পাশে থাকবে বলে তিনি জোর দিয়ে জানান।
আরও পড়ুন: বিশ্বসেরা হতে লামিনে ইয়ামালকে ‘গার্লফ্রেন্ড’ রাখার পরামর্শ
এর আগে রোববার আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালের পর পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের হাতে ঝলমলে ট্রফি তুলে দেন মহসিন নকভি। সেই মুহূর্তে নিজের গর্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
এক্স (সাবেক টুইটার)-এ নকভি লেখেন, ‘দারুণ এক ম্যাচ! আমাদের দুর্দান্ত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হাতে এসিসি অনূর্ধ্ব-১৯ কাপ তুলে দিতে পেরে গর্বিত। নির্ভীক ক্রিকেট, অদম্য মানসিকতা এবং স্মরণীয় পারফরম্যান্স।’
ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলা ডানহাতি ওপেনার সামির মিনহাসের বিশেষ প্রশংসাও করেন পিসিবি চেয়ারম্যান। তিনি লেখেন, ‘সামিরের জন্য বিশেষ প্রশংসা। চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় অসাধারণ ব্যাটিং করেছে। এই দল জাতিকে গর্বিত করছে এবং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলছে।’
এ জাতীয় আরো খবর..