ইংল্যান্ডকে তিনটি টেস্টে হারিয়ে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত। রবিবার অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে অসিরা। বাকি আরও দুটি টেস্ট। অ্যাডিলেডে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা।
ছয় টেস্টের মধ্যে ছয়টিতে জিতেছে অস্ট্রেলিয়া । তাদের পয়েন্ট ৭২। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে শীর্ষ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলে। অস্ট্রেলিয়া যে ভাবে এগোচ্ছে, তাতে খুব অঘটন না ঘটলে ২০২৭ সালের ফাইনালে তাদের খেলার কথা।
দ্বিতীয় স্থানে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতে দুই টেস্টের একটি জিতেছে তারা। হেরেছে একটি। তারপর ভারতকে ভারতের মাটিতে দুটি টেস্টেই হারিয়েছেন টেম্বা বাভুমারা। ফলে তাদের পয়েন্ট এখন ৩৬।
তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। দুটি টেস্টের মধ্যে তারা একটি জিতেছে ও একটি ড্র হয়েছে। তাদের পয়েন্ট ১৬।
একই অবস্থা চতুর্থ স্থানে থাকা শ্রীলংকার। একটি টেস্ট জয় ও একটি ড্র করে তাদেরও পয়েন্ট ১৬।
পাঁচ নম্বরে পাকিস্তান। তারা একটি টেস্ট জিতেছে ও একটি হেরেছে। পাকিস্তানের পয়েন্ট ১২। ছয় নম্বরে রয়েছে ভারত। তাদের পয়েন্ট ৫২। সবচেয়ে বেশি নয়টি টেস্ট খেলেছে তারা।
২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ইংল্যান্ড। আটটি টেস্টের মধ্যে দুটি জিতেছে তারা। একটি টেস্ট ড্র হয়েছে। হেরেছে পাঁচটি টেস্ট।
আট নম্বরে রয়েছে বাংলাদেশ দুটি টেস্টের মধ্যে একটি হেরেছে। অপর টেস্ট ড্র হয়েছে। টাইগারদের পয়েন্ট ৪।
নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাতটি টেস্টের মধ্যে ছয়টিতে হেরেছে তারা। ক্যারিবীয়দের পয়েন্ট ৪।
এ জাতীয় আরো খবর..