×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২১, সময় - ১৪:০৬:৪৪
গত নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য ‘ফিফা শান্তি পুরস্কার’ দেবে। পরে ৫ ডিসেম্বর ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। যা নিয়ে এমনিতেই বিতর্ক রয়েছে। তার ওপর এবার জানা গেল এই পুরস্কার নিয়ে আগেই নাকি কিছু শর্ত জুড়ে দিয়েছিল হোয়াইট হাউজ।


যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়ার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে ‘ফিফা পিস প্রাইজ’ চালু করেন, সেটি নিয়ে হোয়াইট হাউজ ফিফার কাছে একগুচ্ছ শর্ত দেয়। সবচেয়ে বড় দাবি ছিল– ফিফার প্রথম পিস প্রাইজ ট্রফির আকার যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান হয়।

ফিফার ফুটবল বিশ্বকাপ ট্রফির উচ্চতা ১৪.৫ ইঞ্চি এবং এতে ১৮ ক্যারেট খাঁটি সোনা ব্যবহৃত হয়। শান্তি পুরস্কারের ট্রফি নিয়ে সুনির্দিষ্ট বিবরণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এর উচ্চতা অন্তত এক ফুট। হোয়াইট হাউজ দাবি করেছিল, পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের পাশে দু’জন সেনা সদস্য দাঁড়িয়ে থাকবেন। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে অনুষ্ঠানে দুইজন মার্কিন নৌ-সদস্য ট্রাম্পের হাতে সেই উপহার তুলে দেন।

টাইমস জানিয়েছে, পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প ও ফিফা প্রকাশ্যে এমন ভান করেছেন, যেন পুরস্কারটি কে পাবেন তা আগে থেকে জানা ছিল না। ট্রাম্প নিজেই ফিফার সঙ্গে সমন্বয় করে নিজেকে এই সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন। ৫ নভেম্বর, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরই ফিফা নতুন এই ‘শান্তি পুরস্কার’ চালুর ঘোষণা দেয়। এ নিয়ে টাইমসের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি হোয়াইট হাউজ।

শান্তি পুরস্কার বিতর্কের আগেও ট্রাম্প ও ইনফান্তিনোর বন্ধুত্ব ছিল সবার সামনে স্পষ্ট। পরবর্তীতে নীতি ভেঙে ওই পুরস্কার দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে ফিফা সভাপতির বিরুদ্ধে। ইতোমধ্যে ফিফার নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা তদন্ত শুরু হয়েছে। ফেয়ারস্কয়ার নামের একটি অধিকারকর্মী সংগঠন অভিযোগ করেছে, রাজনৈতিক নিরপেক্ষতার বাধ্যবাধকতা লঙ্ঘন করে ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন। অভিযোগপত্রে বলা হয়, ‘দেশে-বিদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন, যা ফুটবল ও ফিফার সুনাম ও অখণ্ডতার জন্য গুরুতর হুমকি।’

ট্রাম্পকে ‘বিশ্ব শান্তিতে অবদান’-এর জন্য একটি ট্রফি, একটি মেডেল এবং একটি সনদ দেওয়া হয়। অথচ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা কেবল একটি মেডেলই পেয়ে থাকেন। ট্রাম্পকে নানা সুবিধা দেওয়ার পাশাপাশি ইনফান্তিনো যে মার্কিন প্রেসিডেন্টের কিছু পরিকল্পনার আগাম খবরও রাখেন, তার ইঙ্গিত পাওয়া গেছে। কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ভেন্যুটিকে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ বলে উল্লেখ করেন। এর দুই সপ্তাহ পর ট্রাম্প মনোনীত কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়। যদিও সেজন্য কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...