×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২১, সময় - ১২:২১:০৩
অনেক দিন পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এবার আলোচনার কেন্দ্রে তার আসন্ন ছবি ‘টক্সিক’। অন্তর্জালে প্রকাশ্যে এসেছে ছবিতে কিয়ারার ফার্স্ট লুক, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে তুমুল উত্তেজনা।

রবিবার (২১ ডিসেম্বর) অভিনেতা ইয়াশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘টক্সিক’ ছবিতে কিয়ারা আদভানির ‘নাদিয়া’ চরিত্রের পোস্টার শেয়ার করেন।

একই সঙ্গে ছবিটির নির্মাতা ও কিয়ারাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি প্রকাশ করেন।
পোস্টার শেয়ার করে ইয়াশ লেখেন, ‘নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি—একটি বিষাক্ত রূপকথার গল্প, প্রাপ্তবয়স্কদের জন্য।’

পোস্টারে দেখা যায়, কালো রঙের অফ-শোল্ডার, উঁচু কাটের গাউন পরে একটি ডান্স ফ্লোরে স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন কিয়ারা। ক্যামেরার দিকে তাকাননি তিনি—দূরে স্থির দৃষ্টি, চোখেমুখে গভীর বিষণ্ণতা, আর গাল বেয়ে নেমে আসছে অশ্রু।

পুরো লুকটাই যেন রহস্য, যন্ত্রণার ও অন্ধকার আবহে মোড়া।

কিয়ারার এই ডার্ক, ইন্টেন্স ও ভিন্নধর্মী লুক মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে। নেটিজেনদের একাংশ তাঁর এই রূপের সঙ্গে টিম বার্টনের সিনেমার চরিত্র ও ডিসির হার্লে কুইনের তুলনাও টানছেন।

এক ভক্ত মন্তব্য করেন, ‘নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী লাগছে।’ আরেকজন লেখেন, ‘একদম লেডি জোকারের মতো ভাইব!’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে কিয়ারাকে দেখা যাবে ইয়াশের বিপরীতে। এ ছাড়া ছবিতে অভিনয় করছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।

উল্লেখ্য, ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে এবং মোট ছয়টি ভাষায় মুক্তি পাবে। আগামী বছরের ২৬ মার্চ ‘টক্সিক’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...