×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২১, সময় - ০৭:৫৩:০১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন সাধারণত বেশ কঠিন রাজনীতি আর কূটনৈতিক আলোচনার জন্য পরিচিত। দেশজুড়ে সরাসরি সম্প্রচারও করা হয় এই সংবাদ সম্মেলন। তবে এবারের আয়োজনে প্রশ্ন করার সুযোগ পেয়ে এক তরুণ সাংবাদিক লাখো দর্শকের সামনে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে সবাইকে চমকে দেন। আর তার এই প্রস্তাবে প্রেমিকার সম্মতির খবর শুনে পুতিনও হাততালি দেন।



সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক দীর্ঘ সংবাদ সম্মেলনে হঠাৎই ঘটে যায় এক ব্যতিক্রমী রোমান্টিক মুহূর্ত। লাখো দর্শকের সামনে প্রশ্ন করার সুযোগ পেয়ে এক তরুণ রুশ সাংবাদিক সরাসরি ক্যামেরায় নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন।



এএফপির প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী সাংবাদিক কিরিল বাজানোভ প্রেসিডেন্ট পুতিনের সামনে প্রশ্ন করার আগে জানান, তার বান্ধবী অনুষ্ঠানটি দেখছেন। এরপর সামান্য থেমে তিনি বলেন, ‘ওলগা, তুমি কি আমাকে বিয়ে করবে? দয়া করে আমাকে বিয়ে করো— আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি’। তার এই আকস্মিক প্রস্তাবে সম্মেলন কক্ষে উপস্থিতদের মধ্যে করতালি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


পুতিনের এই বছরশেষের প্রশ্নোত্তর পর্ব সাধারণত আন্তর্জাতিক রাজনীতি, ব্যক্তিগত পরামর্শ কিংবা কখনও কখনও কবিতার উদ্ধৃতির জন্য পরিচিত। সেখানে এমন বিয়ের প্রস্তাব অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেয়। লাল বো টাই পরে এবং হাতে ‘আমি বিয়ে করতে চাই’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে বাজানোভ পুতিনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং পরে তাকে প্রশ্ন করার অনুমতিও দেয়া হয়। বাজানোভ অবশ্য ব্যক্তিগত আবেগ প্রকাশের মধ্যেই থেমে থাকেননি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়ার পর তিনি রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিয়েও প্রশ্ন করেন।

 

প্রায় এক ঘণ্টা পর অনুষ্ঠান সঞ্চালক একটি আপডেট দেন। তিনি জানান, ‘আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে’। এরপর বলেন, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে— কিরিল বাজানোভের বান্ধবী তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ওলগা প্রস্তাব গ্রহণ করায় আবারও পুরো হলে করতালির ধ্বনি ওঠে। সঞ্চালক বাজানোভের দিকে ফিরে নিশ্চিত করেন, ‘সে তোমাকে বিয়ে করবে’। এতে নতুন করে করতালি শুরু হয়, আর পুতিনও তাতে হাততালি দেন।

এই সুযোগে বাজানোভ রুশ প্রেসিডেন্ট পুতিনকে তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তবে পুতিন আমন্ত্রণের জবাব না দিয়ে রসিকতার ছলে আর্থিক সহায়তার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘কিরিল একটু আগে তরুণ পরিবারগুলোর আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিল। সেটাই ঠিক— একজন পুরুষের উচিত পরিবারের দায়িত্ব নেয়া। চলুন, আমরা এখনই টুপি ঘুরিয়ে অন্তত বিয়ের খরচের মতো কিছু জোগাড় করি।’

পরে বাজানোভ জানান, তিনি ও তার বান্ধবী আট বছর ধরে সম্পর্কে রয়েছেন। তবে সামগ্রিক অর্থনৈতিক চাপে বিয়ের মতো সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...