×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২১, সময় - ০৭:১৭:৫০
ডেভন কনওয়ের অনন্য কীর্তিতে ভর করে মাউন্ট মঙ্গানুইয়ে চলমান তৃতীয় টেস্টে জয়ের পথে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা বিনা উইকেটে ৪৩ রান তুলেছে। জয়ের জন্য শেষদিনে তাদের প্রয়োজন আরও ৪১৯ রান।

পাহাড়সম রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্র্যান্ডন কিং ৩৭ রানে ও জন ক্যাম্পবেল ৫০ বলে ২ রানে অপরাজিত আছেন। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ৪১৮, জিততে হলে সেই রেকর্ড ভাঙতেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজে সমতা আনতে হলে এর বিকল্প নেই। এর আগের দুই টেস্টের মধ্যে তারা ওয়েলিংটনে হেরেছিল এবং ক্রাইস্টচার্চ টেস্ট ড্র হয়েছিল।


এর আগে, চতুর্থ দিন শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। স্কোর তখন ২ উইকেটে ৩০২ রান। দ্বিতীয় ইনিংসে ১০০ রান করেন ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে ২২৭ রান করেছিলেন তিনি। টেস্ট ইতিহাসে মাত্র ১০ম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির মালিক হলেন এই ওপেনার।


একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি এর আগে গড়েছিলেন ডাগ ওয়াল্টার্স, গ্রেগ চ্যাপেল, মার্নাস লাবুশেন, সুনীল গাভাস্কার, শুভমান গিল, লরেন্স রো, ব্রায়ান লারা, গ্রাহাম গুচ ও কুমার সাঙ্গাকারা।

এই টেস্টে কনওয়ের মোট ৩২৭ রান নিউজিল্যান্ডের ইতিহাসে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। এর আগে স্টিফেন ফ্লেমিং (২০০৩, ৩৪৩ রান) ও মার্টিন ক্রো (১৯৯১, ৩২৯ রান) কীর্তি গড়েছেন।

এছাড়া কনওয়ে নিউজিল্যান্ডের ষষ্ঠ ব্যাটার, যিনি টেস্টের দুই ইনিংসেই শতক করেছেন। তার পরপরই এই কীর্তিতে নাম লেখান অধিনায়ক টম ল্যাথাম। চা বিরতিতে ৮০ রানে থাকা ল্যাথাম দিন শেষ করেন ১০১ রানে, প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১৩৭ রান।

প্রথম ইনিংসে কনওয়ে ও ল্যাথামের মধ্যে ৩২৩ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় ইনিংসে হয় ১৯২ রানের জুটি।  ম্যাচে মোট ৫১৫ রান যোগ করেন তারা।  যা টেস্ট ইতিহাসে ওপেনিং জুটির জন্য বিশ্বরেকর্ড।

দ্বিতীয় ইনিংসের মাঝের সেশনে কনওয়ে ও ল্যাথাম আক্রমণাত্মক ব্যাটিং করেন। দু’জনে মিলে ১৫৭ রান যোগ করেন পাঁচের বেশি রান প্রতি ওভারে। কেন উইলিয়ামসন ৩৭ বলে করেন ৪০ রান, আর রাচিন রবীন্দ্র চারটি ছক্কায় ২৩ বলে করেন ৪৬ রান।

এর আগে দিনের শুরুতে নিউজিল্যান্ড চার উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৪২০ রানে অলআউট করে। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা পিছিয়ে ছিল ১৫৫ রানে। কাভেম হজ অপরাজিত থাকেন ১২৩ রানে (২৭৫ বল, ১৫ চার)।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...