×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-২১, সময় - ০৬:৩৫:৪৫সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের মেয়েরা মাঠে নামে একমাত্র লক্ষ্য নিয়ে, কমপক্ষে একটি ড্র। কিন্তু তারা শুধু সেই লক্ষ্যেই থেমে থাকেনি। বরং রাজকীয়ভাবে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে লাল-সবুজের দল।
সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পিটার বাটলারের দল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ছিল ১৫ পয়েন্টে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা নেপালের পয়েন্ট ১২। ফলে শিরোপার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র। কিন্তু তারা তা নয়, বরং প্রতিপক্ষকে চূর্ণ করে চার গোলের ব্যবধানে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রতিষ্ঠিত করল।
