×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-১৩, সময় - ১০:৩৫:৪৪

যুদ্ধবিধ্বস্ত গাজায় গোষ্ঠীগত সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন। ইসরায়েলের সামরিক অভিযান থামার পর এটিই গাজায় সবচেয়ে বড় সহিংস সংঘাত।

শনিবার (১১ অক্টোবর) উপত্যকার গাজা সিটিতে হামাস যোদ্ধাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় দুগমুশ গোত্রের সদস্যরা। এরপর থেকেই থেমে থেমে চলতে থাকে এই সংঘাত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এ তথ্য। যদিও এখন পর্যন্ত সংঘর্ষের কারণ জানা যায়নি।

গণমাধ্যমগুলোর দাবি, দুগমুশ সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে আটক করতে স্থানীয় এক ভবনে তাদের ঘিরে ফেলে হামাস যোদ্ধারা। এ সময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন হামাস সদস্য বাকি ১৯ জন দুগমুশ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি দুগমুশ গোত্র। যাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...