×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৪, সময় - ০৭:৫৯:৫১রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশের জার্সিতে আর খেলার তেমন কোনো সম্ভাবনা নেই। এবার জানা গেল শেষ চার মাসের বেতন পাননি বাঁহাতি এই অলরাউন্ডার। ঠিক কি কারণে তাকে বেতন দেওয়া হয়নি, সেটাই জানালেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, চার মাসের বেতন বাবদ সাকিবের প্রায় ৪৮ লাখ টাকা (৩৮ হাজার ৪০০ মার্কিন ডলার) পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে। বিসিবি গত বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে, যেখানে সাকিবকে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে।
