×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৬, সময় - ০৪:০৬:৪৩মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এ পর্তুগিজ সুপারস্টার।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে বুরাইদাহতে আল হাযমের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন সিআর সেভেন।
ম্যাচের ৮৮তম মিনিটে রোনালদোর গোলেই ২–০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। চলতি মৌসুমে এটি তার লিগে ষষ্ঠ এবং সর্বমোট সপ্তম গোল।
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। তারপর থেকে রেকর্ড ভাঙার মেশিনে পরিণত হয়েছেন তিনি। সৌদি ক্লাবটির জার্সিতে ইতিমধ্যেই ১০০-রও বেশি গোল করে ফেলেছেন আল নাসর তারকা।
