×

সর্বশেষ :
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি ভারতের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান মিমি ও অঙ্কুশের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ঢাবির দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও হাদির মৃত্যু ঘিরে সবাইকে সংযত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের ৩০০ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির’ বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ব্যত্যয় হয়নি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০২-২২, সময় - ১০:১১:১১

আট বছর পর ফিরল চ্যাম্পিয়নস ট্রফি। প্রত্যাবর্তন টুর্নামেন্টের চতুর্থ দিনে নতুন করে লেখা হলো বড় দুটি রেকর্ড। ২১ বছরের পুরনো চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড ভেঙেছে ইংল্যান্ড ও দলটির ওপেনার বেন ডাকেট। তা কী রেকর্ড হলো? ইংল্যান্ড গড়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। আর ডাকেট গড়েছেন এই টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

ইংলিশ ওপেনার বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রান করেছেন। এই রেকর্ডটি এত দিন ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৭৭ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন অ্যাস্টল। জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ২০০২ সালে ভারতের বিপক্ষে ১৬৪ বলে ১৪৫ রান করেছিলেন। পরের দুটি নাম ভারতের দুই কিংবদন্তির, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌরভ গাঙ্গুলী ১৪১ ও ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীন টেন্ডুলকারও ১৪১ রান করেছিলেন। টেন্ডুলকার আউট হলেও সৌরভ অপরাজিত ছিলেন।

তাদের সবাইকে ছাড়িয়ে গিয়ে বেন ডাকেট দলকেও এনে দিয়েছেন রেকর্ড সংগ্রহ। তার ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার (২২ফেব্রুয়ারি) ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে ইংল্যান্ড। এত দিন এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অ্যাস্টলের সেঞ্চুরির দিনে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান করেছিল কিউইরা। তিনে আছে পাকিস্তান, ভারতের বিপক্ষে গত আসরে কার্ডিফে ৪ উইকেটে তারা করে ৩৩৮ রান।

এবার চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত চার ম্যাচ হয়েছে—এর মধ্যেই সেঞ্চুরি হয়ে গেছে ছয়টি। এটি অবশ্য রেকর্ড নয়, ২০০২ ও ২০১৭ সালের আসরে ১০টি করে সেঞ্চুরি হয়েছে। এবার তা ছাড়িয়ে যাওয়ার ভালো সম্ভাবনাই তৈরি হলো তাতে।

 

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...