×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-১৪, সময় - ১৩:০৭:০১

ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার প্রথম ম্যাচ। এবারই প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে এমন বিশাল পরিসরে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যার নতুন ফরম্যাট ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ফিফার নতুন ফরম্যাট অনুযায়ী, এবার অংশ নিচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার সেরা ক্লাবগুলো। দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে নকআউট পর্বে, যেখানে শুরু হবে হাইভোল্টেজ লড়াই।

 

যুক্তরাষ্ট্রের ১২টি শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বের সেরা ক্লাবগুলোকে এক মঞ্চে দেখতে ফুটবল অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ইউরোপের চ্যাম্পিয়ন লিগজয়ী রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আফ্রিকার আল আহলি, এশিয়ার আল হিলালসহ আরও বহু পরিচিত নাম দেখা যাবে এই আসরে।

 
 

এক নজরে অংশগ্রহণকারী দলসমূহ

ইউরোপওশেনিয়াদক্ষিণ আমেরিকা
ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, রেড বুল সালজবুর্গ, অ্যাথলেটিকো মাদ্রিদঅকল্যান্ড সিটি (অস্ট্রেলিয়া)পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বোটাফোগো
উত্তর আমেরিকাআফ্রিকাএশিয়া
মন্টেরে, সিয়াটল সাউন্ডার্স, পাচুকা, ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র, আয়োজক দেশের কোটায়), লস অ্যাঞ্জেলস এফসিআল আহলি, উইদাদ, এস্পেরান্স দে তিউনিস, মামেলোদি সান্ডাউনসআল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি

গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি

তারিখম্যাচসময় (বাংলাদেশ সময়)
১৫ জুনআল আহলি-ইন্টার মায়ামিভোর ৬টা
১৫ জুনবায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটিরাত ১০টা
১৬ জুনপিএসজি-অ্যাথলেটিকোরাত ১টা
১৬ জুনপালমেইরাস- পোর্তোরাত ৪টা
১৬ জুনবোতাফোগো- সিয়াটেল সাউন্ডার্সসকাল ৮টা
১৭ জুনচেলসি-এলএএফসিরাত ১টা
১৭ জুনবোকা জুনিয়র্স- বেনফিকারাত ৪টা
১৭ জুনফ্ল্যামেঙ্গো- তিউনিসভোর ৭টা
১৮ জুনরিভার প্লেট-রেড ডায়মন্ডসরাত ১টা
১৮ জুনউলসান এইচডি- মামেলোডি সানডাউনসরাত ৪টা
১৮ জুনইন্টার মিলান- মন্টেরেভোর ৭টা
১৮ জুনম্যানসিটি- ওয়াইদাদ এসিরাত ১০টা
১৯ জুনরিয়াল মাদ্রিদ-আল হিলালরাত ১টা
১৯ জুনপাচুকা-সালজবার্গরাত ৪টা
১৯ জুনআল আইন- জুভেন্টাসভোর ৭টা
১৯ জুনপালমেইরাস-আল আহলিরাত ১০টা
২০ জুনইন্টার মায়ামি- পোর্তোরাত ১টা
২০ জুনঅ্যাথলেটিকো-সিয়াটেল সাউন্ডার্সরাত ৪টা
২০ জুনপিএসজি- বোতাফোগোভোর ৭টা
২০ জুনবেনফিকা- অকল্যান্ড সিটিরাত ১০টা
২১ জুনচেলসি-ফ্ল্যামেঙ্গোরাত ১২টা
২১ জুনতিউনিস-এলএএফসিরাত ৪টা
২১ জুনবায়ার্ন মিউনিখ- বোকা জুনিয়র্সভোর ৭টা
২১ জুনডর্টমুন্ড- মামেলোডি সানডাউনসরাত ১০টা
২২ জুনইন্টার মিলান- রেড ডায়মন্ডসরাত ১টা
২২ জুনফ্লুমিনেন্স- উলসানরাত ৪টা
২২ জুনরিভার প্লেট- মন্টেরেভোর ৭টা
২২ জুনজুভেন্টাস-ওয়াইদাদ এসিরাত ১০টা
২৩ জুনরিয়াল মাদ্রিদ- পাচুকারাত ১টা
২৩ জুনসালজবার্গ-আল হিলালরাত ৪টা
২৩ জুনম্যানসিটি- আল আইনভোর ৭টা
২৪ জুনপিএসজি- সিয়াটেল সাউন্ডার্সরাত ১টা
২৪ জুনবোতাফোগো-অ্যাথলেটিকোরাত ১টা
২৪ জুনআল আহলি-পোর্তোভোর ৭টা
২৪ জুনপালমেইরাস-ইন্টার মায়ামিভোর ৭টা
২৫ জুনঅকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্সরাত ১টা
২৫ জুনবায়ার্ন মিউনিখ-বেনফিকারাত ১টা
২৫ জুনচেলসি-তিউনিসভোর ৭টা
২৫ জুনফ্ল্যামেঙ্গো-এলএএফসিভোর ৭টা
২৬ জুনডর্টমুন্ড-উলসানরাত ১টা
২৬ জুনফ্লুমিনেন্স-মামেলোডি সানডাউনসরাত ১টা
২৬ জুনরেড ডায়মন্ডস-মন্টেরেভোর ৭টা
২৬ জুনইন্টার মিলান- রিভার প্লেটভোর ৭টা
২৭ জুনজুভেন্টাস-ম্যানসিটিরাত ১টা
২৭ জুনআল আইন-ওয়াইদাদরাত ১টা
২৭ জুনআল হিলাল-পাচুকাভোর ৭টা
২৭ জুনরিয়াল মাদ্রিদ-সালজবার্গভোর ৭টা

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...