×

সর্বশেষ :
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি ভারতের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান মিমি ও অঙ্কুশের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ঢাবির দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও হাদির মৃত্যু ঘিরে সবাইকে সংযত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের ৩০০ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির’ বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ব্যত্যয় হয়নি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-০৬-০৯, সময় - ০৮:০৩:৪৮

বলিউড সুন্দরী মাহিমা চৌধুরীর ভক্তদের জন্য খবরটা খুবই দুঃখজনক ৷ নিজের অনন্য রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করা মাহিমা চৌধুরী এখন লড়াই লড়ছেন ভয়ংকর ‘ব্রেস্ট ক্যানসার’-এর সঙ্গে ৷

তাকে দেখলে হয়ত চিনতে পারবেন না অনেকেই৷ ভয়ংকর রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় নিজের একরাশ কালো মেঘের মতো চুল হারাতে হয়েছে তাঁকে৷ শুধু তাই নয় প্রভাব পড়েছে শরীরেও।
তার এই অসুখের খবরটি সকলের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। মাহিমার একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি এক মাস আগে মাহিমাকে ফোন করেছিলাম। আমি তখন যুক্তরাষ্ট্রে ছিলাম। তাঁর সঙ্গে আমার একটা ফিল্ম নিয়ে কথা বলার ছিল। আমাদের কথাবার্তা ভালই চলছিল ৷ এর মাঝেই জানতে পারি, মাহিমা স্তনের ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। তাঁর জীবনযাপন এবং তার মনোভাব সারা বিশ্বের নারীদের জীবনযাপনের জন্য একটি নতুন অনুপ্রেরণা হতে পারে।’

অনুপম খের আরও লিখেছেন, মাহিমা চেয়েছিল আমি তার এই যাত্রা সবার সামনে তুলে ধরি । মানুষকে এই কথা জানানোর সময় আমি এই ঘটনার অংশ হই । ও আমার প্রশংসা করেছে কিন্তু আমি বলতে চাই ‘মাহিমা তুমিই আমার হিরো’।

ক্যারিয়ারের শুরুর দিকে দুর্দান্ত সব পারফরম্যান্সের জন্য এখনো তাকে মনে রেখেছেন দর্শক। ১৯৯৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’ দিয়ে শুরু। প্রথম ছবিতেই অভিনয় আর গ্লামারাস উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন। জিতেছিলেন সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।

এরপর ‘ডাগ’, ‘ধাড়কান’, ‘দিল হ্যায় তুমহারা’ থেকে ‘দিল কেয়া করে’ ও ‘লজ্জা’তে করেছেন দারুণ অভিনয়। সর্বশেষ ২০১৬ সালে বাংলা সিনেমা ‘ডার্ক চকলেট’-এ দেখা যায় তাঁকে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...