×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৮, সময় - ১১:৩২:১৬

মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে গত ১২ মাসে যুক্তরাজ্যের এক-চতুর্থাংশ তরুণ কর্মী তাদের কাজ ছাড়ার কথা চিন্তা করছেন। বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান পিডব্লিউসির নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে আরও বলা হয়ে, ১০ শতাংশ কর্মী দীর্ঘ সময় ধরে কাজ ছেড়ে দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করেছেন। ফলে অসুস্থতা বা প্রতিবন্ধী ভাতা গ্রহণকারী সংখ্যা বাড়ছে, যা যুক্তরাজ্য সরকারের জন্য একটি বড় অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এই জরিপে তিন শতাধিক কোম্পানির প্রায় ৪ হাজার কর্মীর অংশগ্রহণ করেছেন। এতে দেখা গেছে, বিভিন্ন বয়সী আরও ২০ শতাংশ কর্মী গত বছর চাকরি ছাড়ার কথা চিন্তা করেছেন। এ ছাড়া, অন্য বয়সী কর্মীদের চেয়ে ৩৫ বছরের কম বয়সী কর্মীরা বেশি চাকরি ছাড়তে চান। এর প্রধান কারণ হিসেবে তারা মানসিক স্বাস্থ্যের সমস্যাকে উল্লেখ করেছেন।

এদিকে গত বছর অর্থনৈতিক নিষ্ক্রিয়তার পরিমাণ রেকর্ড ৯ দশমিক ৪ মিলিয়নে পৌঁছেছে, যা কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের প্রায় ২২ শতাংশ।

উল্লেখ্য, অর্থনৈতিক নিষ্ক্রিয়তা বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায়, যেখানে কর্মক্ষম বয়সী ব্যক্তিরা কাজের জন্য উপলব্ধ বা আগ্রহী নন এবং তারা কোনো কাজে নিয়োজিত নন। অর্থাৎ, যারা কাজ খুঁজছেন না, চাকরির জন্য আবেদন করছেন না, শারীরিক বা মানসিক কারণে কাজ করতে অক্ষম, তাদের অর্থনৈতিক নিষ্ক্রিয় হিসেবে গণ্য করা হয়।

যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার চাকরির সুযোগ কমে গিয়ে ৮ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে।

পিডব্লিউসির তথ্য অনুযায়ী, ৯০ শতাংশ নিয়োগকারী অর্থনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বিগ্ন, যেখানে প্রায় অর্ধেকই নিয়োগকারী চাকরি ছাড়ার হার বাড়তে দেখেছে। পিডব্লিউসির সিনিয়র পার্টনার মারকো অমিত্রানো বলেন, উৎপাদনশীলতা এবং আর্থিক পারফরম্যান্সের ওপর প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, ‘কীভাবে কর্মবাজারের বাইরে থাকা মানুষকে কাজে ফিরিয়ে আনা যায়, তা বর্তমানে আলোচনাগুলোর মধ্যে বেশ গুরুত্ব পাচ্ছে। তবে একইভাবে গুরুত্বপূর্ণ হলো যারা চাকরি ছাড়ছেন, তাদের এই প্রবাহ থামানো।

অর্ধেকেরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান জানিয়েছে যে, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা একজন কর্মীকে পুনরায় নিয়োগ করার বিষয়ে তারা উদ্বিগ্ন। এক-তৃতীয়াংশেরও বেশি প্রতিষ্ঠান নিষ্ক্রিয়তাকে ‘সিস্টেমের অপব্যবহার’ হিসেবে দেখেছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...