×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২৫, সময় - ০৮:২১:৫২
সেন্ট জেমস পার্কে যেন এক সিনেমার পর্দা—নাটকীয়তা, উত্তেজনা আর শেষ মুহূর্তের অবিশ্বাস্য মোড়! ১০ জনের দল নিয়েও দুর্দান্ত লড়াই চালিয়ে গিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের নাটকীয় গোলেই আলো কাড়লেন লিভারপুলের মাত্র ১৬ বছরের বিস্ময়বালক রিও নোমোহা, যিনি শেষ হাসি হাসালেন রেডদের। প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকের গোলে লিভারপুল প্রথমে এগিয়ে যায়। তবে নিউক্যাসল লড়াইয়ে ফেরে অধিনায়ক ব্রুনো গিমারাইসের দারুণ গোলে। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে—নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে উইলিয়াম ওসুলা সমতা ফেরান। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে, দশম মিনিটে গোল করে শিরোপাধারীদের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন রিও নোমোহা।
প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...