×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১১, সময় - ১১:২৫:২৬রূপকথার সেই গল্পের মতো না হলেও, ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। এতে অভিনয় করছেন তানজিন তিশা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
এই ওয়েবফিল্মে তিশার সঙ্গে জুটি বাঁধবেন প্রীতম। আরও আছেন পারসা মাহজাবীন।
