×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৩-১২-১০, সময় - ০৯:৩৫:৫২

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আশরাফুল আলম শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিদর্শক এস, এম আশরাফুল আলমের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এস, এম আশরাফুল আলমকে এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মানতা তুলে দেওয়া হয়।

এদিকে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা পাওয়ায় এই পুলিশ কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলাবাসী।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...