×

সর্বশেষ :
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি ভারতের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান মিমি ও অঙ্কুশের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ঢাবির দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও হাদির মৃত্যু ঘিরে সবাইকে সংযত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের ৩০০ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির’ বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ব্যত্যয় হয়নি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৩-১০-১৬, সময় - ০৯:১২:৫৩

নির্বাচনের আগে যাদের কাছে বৈধ অস্ত্র আছে সেগুলো জমা দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। নির্বাচনের আগে এসব অস্ত্র জমা না দিলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে মামলাসহ আইনি ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তিনি বলেন, ‘যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারা সেগুলো নির্বাচনের আগে থানায় জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের কাছে তথ্য আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। নির্দেশ অমান্য করলে শিগগিরই আমরা তাদের গ্রেপ্তার করব।’

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

নির্বাচনের আগে বিশেষ অভিযান চলছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে। যাদের বৈধ অস্ত্র আছে তারা যেন সেগুলো থানায় জমা দেয়। কেউ যদি সেই নির্দেশ অমান্য করে, তবে এটা একধরনের অপরাধ হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হবে।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...