×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৪, সময় - ০৭:৫০:০৫তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এই বিস্ফোরণে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে নঅন্তত চারজন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণ ঘটে। পড়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
