×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৬, সময় - ১১:২২:৩০ডলারের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়ে যাচ্ছে; সঙ্গে বাড়ছে ব্যবসায়িক ব্যয়ও। ফলে নতুন বছরে নিত্যপণ্যের মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টা আরও কঠিন হবে বলে মনে করছেন
ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
তারা বলছেন, ৫ থেকে ৬ মাস স্থিতিশীল থাকার পর ডলারের দাম বেড়ে যাওয়া অপ্রত্যাশিত। এ ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে বিনিয়োগ ও তাৎক্ষণিকভাবে ব্যবসাকে প্রভাবিত করে। ফলে মধ্যমেয়াদি মূল্যস্ফীতি আরও বাড়বে।
অবশ্য, দরিদ্র জনগোষ্ঠীকে আরও সুরক্ষা দিতে ও বাজার স্থিতিশীল করতে সরকার অনেক নিত্যপণ্যের শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর ঘোষণা দিয়েছে।
