×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৮, সময় - ০৯:৩৭:১৫কোনোমতে সচল থাকা উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ন্যাক্কারজনক হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। যোগাযোগ বন্ধ হয়ে গেছে হাসপাতালটির সঙ্গে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক মানুষ। আহত হয়েছেন আরও অনেকে।
ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় বিধ্বস্ত গাজার জনজীবন। প্রতিদিনই নেতানিয়াহুর সেনাদের চালানো বর্বর হামলায় প্রাণ দিতে হচ্ছে উপত্যকাটির সাধারণ মানুষকে। হামাস নিধনের নামে হামলা চালাচ্ছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের ওপর।
ইসরাইলি বাহিনীর হামলায় ধ্বসে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্যসেবা। কোনোমতে সচল আছে অঞ্চলটির কয়েকটি হাসপাতাল। এরমধ্যে অন্যতম একটি কামাল আদওয়ান হাসপাতাল। নেতানিয়াহু বাহিনী গাজার উত্তরাঞ্চলের এই হাসপাতালে ন্যাক্কারজনক হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। হামাস সদস্যদের টার্গেট করার নামে আগুন ধরিয়ে দিয়েছে হাসপাতালটিতে।
