×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০৩-১৭, সময় - ১৬:৪২:০৬

অস্কারজয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত সপ্তাহে তাদের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তারা করোনা টেস্টে পজিটিভ হন। এক সপ্তাহ চিকিৎসা শেষে তারা দু’জনই এখন সুস্থ। খবর বিবিসির

অস্ট্রেলিয়ায় একটি সিনেমার কাজ করার সময় তারা করোনায় সংক্রমিত হন। পরে অস্ট্রেলিয়ার কুইন্সলেন্ডে তাদের ভাড়া বাড়িতে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার ৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস ইনস্টাগ্রামে লিখেছিলেন, কুইন্সল্যান্ডে অবস্থানকালে সর্দি-কাশির লক্ষণ দেখে চিকিৎসকের পরামর্শ নেন। আমরা কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম। এছাড়া জ্বর ও সর্দির পাশাপাশি শরীরে কিছুটা ব্যথাও ছিল। এসব লক্ষণ দেখে আমরা সাথে সাথে করোনাভাইরাস পরীক্ষা করি এবং করোনার উপস্থিতি ধরা পড়ে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...