×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-১৪, সময় - ১৫:০৬:৩৯

ভারতে উৎপাদিত তিনটি দূষিত কফ সিরাপ শনাক্ত করা হয়েছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক স্বাস্থ্য সতর্কবার্তা জারি করে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে, যদি তাদের দেশে এসব ওষুধ পাওয়া যায়, তবে দ্রুত হু-কে তা জানাতে। খবর রয়টার্সের।

সংস্থাটির মতে, এই ওষুধগুলো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং মারাত্মক, এমনকি প্রাণঘাতী অসুস্থতার কারণ হতে পারে।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ হু-কে জানিয়েছে, দূষিত সিরাপগুলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা জেলায় পাঁচ বছরের নিচের শিশুদের সেবন করা হয়েছিল এবং সম্প্রতি ওই শিশুরা মারা গেছে।

পরীক্ষায় দেখা গেছে, কফ সিরাপগুলোতে ডাই-ইথিলিন গ্লাইকল নামক এক বিষাক্ত রাসায়নিক উপাদান অনুমোদিত সীমার তুলনায় প্রায় ৫০০ গুণ বেশি পরিমাণে ছিল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...