মঞ্চে গানের জাদু আর ক্যারিয়ারের সাফল্যের বাইরে মানবিকতায়ও বারবার দৃষ্টান্ত স্থাপন করেছেন টেইলর সুইফট। ভক্তদের বিপদে পাশে দাঁড়ানো হোক বা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দানের তালিকায় তার নাম নতুন নয়। এবার যুক্তরাষ্ট্রজুরে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বেশি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন এই বিশ্বখ্যাত পপতারকা।

ভ্যারাইটি থেকে জানা যায়, ফিডিং আমেরিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছুটির মৌসুম সামনে রেখে এই অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিডিং আমেরিকা তাদের পোস্টে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে জানায়, এই অনুদান দেশজুড়ে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো বলেন, ফিডিং আমেরিকার জন্য টেইলর সুইফটের ১০ লাখ ডলারের অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার এই সমর্থন আমাদের মনে করিয়ে দেয় ক্ষুধা দূর করতে আমরা একসঙ্গে হলে কতটা পরিবর্তন সম্ভব। এই ছুটির সময় এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

এর আগেও ফিডিং আমেরিকার পাশে দাঁড়িয়েছেন টেইলর সুইফট। ২০২৪ সালের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় তিনি সংস্থাটিকে ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। শুধু তাই নয়, মানবিক কাজের তালিকায় সুইফটের নাম বহুবার উঠে এসেছে। ২০২৩ সালে টেনেসিতে ভয়াবহ ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় তিনি দেন ১০ লাখ ডলার। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্য দেন ১ লাখ ডলার সহায়তা।
সম্প্রতি টেইলর সুইফটের ভক্তরা, যাদের ‘সুইফটিজ’ নামে ডাকা হয়, ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহে এগিয়ে আসেন। যুক্তরাষ্ট্রে এসএনএপির সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যব্যাংকগুলোর সহায়তায় তারা সক্রিয় ভূমিকা রাখছেন। গত অক্টোবরে ‘সুইফটিজ ফর হোপ’ নামের একটি উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ভক্তদের ১৩ ডলার বা সামর্থ্য অনুযায়ী অনুদান দেয়ার আহ্বান জানায়।
অন্যদিকে, দাতব্য কার্যক্রমের খবরের মাঝেই গতকাল টেইলর সুইফট মুক্তি দিয়েছেন তার তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’র শেষ দুটি পর্ব। বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই ডকুসিরিজটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..