×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২১, সময় - ০৭:৩০:৪০
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়। এসময় পালানোর সময় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা আশিষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আশিষকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে ফ্লাইওভারের নিচে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। তিনি তাকে পূর্বপরিচিত হিসেবে শনাক্ত করেন। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।


স্থানীয়দের বরাতে জানা গেছে, আশিষ জোয়াদ্দারের বাড়ি মাগুরা জেলায়। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এক নম্বর গেটে থাকতেন। যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় ভ্যানগাড়িতে জামাকাপড় বিক্রির একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন তিনি। তাদের মূল দোকান যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে অবস্থিত। শনিবার রাতে গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তার সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল। এসব দেখে ফ্লাইওভারের নিচে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা আশিষের বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। পরিবার জানিয়েছে, একটি আইফোন, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়েছে। পালানোর সময় পথচারীদের ধাওয়ায় এক ছিনতাইকারী বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর এবং নাম-পরিচয় জানাতে পারছে না।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...