×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৮, সময় - ০৯:১৬:৫৪আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা-স্ত্রী ও মেয়ের সঙ্গে পারিবারিক আবহের একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে নিজের জীবনে এই তিনজন মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।
তারেক রহমান বলেছেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে — তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই এটা পড়ছেন একই অনুভূতির সাথে সম্পর্কিত হতে পারে।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
